• Home  / 
  • বিশ্ব  / 

ইরানে দ্বিতীয় মেয়াদে ফের প্রেসিডেন্ট পদে জয়ী হাসান রুহারি

Spread the love

আয়না২৪ ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে  দ্বিতীয় মেয়াদে পুনরায় জয়ী হলেন মধ্যপন্থী হাসান রুহানি। এখন পর্যন্ত গণনা হওয়া ৩ কোটি ৮০ লাখ ভোটের মধ্যে ২ কোটি ২২ লাখ ভোট পেয়েছেন তিনি। ভোট পড়েছে ৪ কোটির কিছু বেশি। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোটের  প্রয়োজন হবে না দেশটিতে।

যদিও কট্টরপন্থী ইব্রাহিম রইসি এই নির্বাচনের কারচুপির অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, দেশের বেশ কিছু বুথে নানাভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন রুহানির সমর্থকরা। যা ইরানের নির্বাচনী আইনে অবৈধ।

প্রেসিডেন্ট হিসেবে ৬৮ বছর বয়সি রুহানির বিরুদ্ধে নানা কারণে যথেষ্ট ক্ষোভ থাকলেও, সর্বশেষ জনমত সমীক্ষায় প্রতিপক্ষ রইসির থেকে সামান্য হলেও এগিয়ে ছিলেন । দু বছর আগে প্রেসিডেন্ট রুহানির আমলেই পরমাণু কর্মসুচিতে লাগাম পরানোর সমঝোতা হয়েছে আমেরিকা, রাষ্ট্রসংঘ ও ইউরোপিয়  ইউনিয়নের সঙ্গে।

ভোটের ফলাফল বলছে, সংখ্যাগরিষ্ঠ ইরানবাসী সমঝোতার পক্ষেই রয়েছেন। রুহানির বিরোধীদের দাবি ছিল, ওই চুক্তিতে লাভের লাভ হয়নি কিছুই। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠলেও, মার্কিন হুমকি বন্ধ হয়নি। আসেনি লগ্নিও। ব্যবসা বা কর্মসংস্থান— কিছুই বাড়েনি। ইরানের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে আশ্বাস রুহানি দিয়েছিলেন, বাস্তবে তার কিছুই হয়নি। এই নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে সরব হয়েছিলেন ইরানের নবীন প্রজন্মের অনেকেই। আট কোটি মানুষের এই দেশে ৬০ শতাংশের বয়স ৩০-এর নীচে। আর পরেও এঁদের বড় অংশ কিন্তু রুহানিকেই বেছে নিলেন।

 রুহানি, ছবি: এএফপি

এ বার ভোট নিয়ে প্রবল সাড়া পড়ে । ভোটদানের হার ৭০ শতাংশ ছাড়িয়ে গেছে। কয়েকটি ভোটকেন্দ্রে সময় পেরিয়ে যাওয়ার পরও খুলে রাখতে হয়। কারণ, ভোটদাতাদের দীর্ঘ লাইন। এখনও পর্যন্ত শহরাঞ্চলের ভোটের ফলাফল আসেনি। এলে রুহানির জয়ের ব্যবধান আরও বাড়বে বল আশা সমর্থকদের।
কট্টর রক্ষণশীলদের রইসি দেশের শীর্ষ চার ইসলামি বিচারপতির এক জন, যাঁরা ১৯৮৮ সালে কয়েক হাজার রাজনৈতিক বন্দির প্রাণদণ্ডের হুকুম দিয়েছিলেন। ইরানে ১৯৭৯-এর ইসলামি বিপ্লবোত্তর পরিস্থিতি ফিরিয়ে আনতে চান তিনি। ইরানের সামরিক বাহিনী ও প্রভাবশালী দু’টি মৌলবি গোষ্ঠী ও কট্টরপন্থী মৌলবিদের সমর্থন রয়েছে তাঁর দিকে।

শুধু তা-ই নয়, ইরানে সর্বোচ্চ ক্ষমতাধারী আয়াতোল্লা খামেনেই-এরও ঘনিষ্ঠ তিনি। কিন্তু তার পরেও জনসমর্থন রইসির দিকে গেল না। ইরানকে নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বাকি বিশ্বের সঙ্গে যুক্ত করলে লাভ হবে ইরানের তরুণদেরই। তাই তরুণদের বড় অংশ রুহানির দিকেই ঝুঁকেছেন। অন্তত ভোটের ফল তাই বলছে।