• Home  / 
  • বিশ্ব  / 

ইমরান খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তদন্তের সিদ্ধান্ত

আগস্ট ৫, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

ইমরান খানের বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রাক্তন নেত্রী আয়েষা গুলালাইনকে হেনস্থা করার অভিযোগ উঠেছে পাকিস্তান পিপলস পার্টির নেতা তথা পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিরুদ্ধে।

নতুন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি মন্ত্রিসভার শপথ গ্রহণের পরেই আয়েষার অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইমরান ও আয়েষা দুজনেই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাই এই অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা দরকার।

ইমরান অবশ্য আয়েষার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বদনাম করার জন্যই নওয়াজ শরিফের দল আয়েষাকে ব্যবহার করছে। শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল পিটিআই। সেই কারণেই এই চক্রান্ত করছে পিএমএলএন।  

গতকাল শুক্রবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করার জন্য কমিটি গঠনের প্রস্তাব পেশ করা হয়। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি ও মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট এই প্রস্তাব সমর্থন করে। প্রস্তাব পাশ হওয়ার পর স্পিকারকে শাসক ও বিরোধী দলের এমপিদের নিয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি।

প্রসঙ্গত, ইমরানের দল থেকে পদত্যাগ করার পর পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে মহিলা নেত্রীদের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ করেন আয়েষা। তাঁকে ২০১৩ সালে এই ধরনের বার্তা পাঠানো হয়েছিল বলেও অভিযোগ করেন প্রাক্তন পিটিআই নেত্রী। তাঁর এই অভিযোগের তদন্ত করার পাশাপাশি নিরাপত্তা দেওয়া হবে বলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।