আয়না২৪ ডেস্ক
ভক্তরা বলেন, তাঁর গলায় একদিকে রয়েছে দেবদূতের কোমলতা তেমনি রয়েছে দানবীয় চিৎকার করার ক্ষমতা। সেই গলাতেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন হার্ড মেটাল ব্যান্ড লিনকিন পার্কের মুখ্য গায়ক চেস্টার বেনিংটন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
একাধিক মার্কিন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুসারে স্থানীয় সময় বুধবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কথা স্বীকার করেছেন লস অ্যানজেলিস কাউন্টির আধিকারিক জানিয়েছেন, পালোস ভারদেস-এ নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন চেস্টার।
২০০০ সালে হাইব্রিড থিওরি দিয়ে লিংকিং পার্কের যাত্রাশুরু। চেস্টারের গাওয়া ইন দি এন্ড, ক্রলিং, ওয়ান স্টেপ ক্লোজার, নাম্ব-এর মতো গান প্রায় দু’দশক ধরে বিশ্বযৌবনকে আন্দোলিত করেছে। একবিংশ শতকের সব থেকে উদ্বুদ্ধকারী মেটাল ব্যান্ডের খেতাব পায় লিংকিং পার্ক। বস্তু নির্ভর হয়ে পড়ায় বহুবার দীর্ঘ চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। তাঁর ৬ সন্তান রয়েছে।
চলতি বছরের শুরুতেও বিলবোর্ডের তালিকার শীর্ষে ছিল লিংকিং পার্কের নতুন অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’। চেস্টারের প্রয়াণে ট্যুইটারে শোকজ্ঞাপন করছেন তাঁর অগনিত ভক্ত।
সংবাদ সংস্থা ইউকে মিরর জানায়, বৃহস্পতিবার স্থানীয় সকাল নয়টার কিছুক্ষণ আগে ক্যালিফোর্নিয়ায় নিজের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
লিনকিন পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে অবস্থিত রক ব্যান্ড। জনপ্রিয় গানের দলটি এই মুহূর্তে তাদের নতুন অ্যালবাম ওয়ান মোর লাইট নিয়ে বিশ্বভ্রমনের মাঝামাঝি ছিল।
চেস্টার বেনিংটন পরিচিতি লাভ করেন ২০০০ সালে লিনকিন পার্কের প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরিতে ভোকাল হিসেবে গান গাওয়ার মাধ্যমে। ব্যান্ডের এই অ্যালবামটি বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পায়। লিনকিন পার্কের পরবর্তী স্টুডিও অ্যালবামগুলো হলো মীটিওরা (২০০৩), মিনিটস্ টু মিডনাইট(২০০৭), এ থাউজ্যান্ড সানস (২০১০) এবং লিভিং থিংস্ (২০১২)।
বেনিংটন সাইড প্রজেক্ট হিসেবে ২০০৫ সালে তার নিজের ব্যান্ড ‘ডেড বাই সানরাইজ’ গড়ে তোলেন। এই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আউট অব অ্যাশেজ’ ২০০৯ সালের অক্টোবরের ১৩ তারিখে প্রকাশ পায়। বেনিংটনকে “শ্রেষ্ঠ ১০০ হেভি মেটাল ভোকালিস্ট”-এর তালিকায় স্থান দেয় হিট প্যারাডার।
চেস্টার চার্লস্ বেনিংটন ১৯৭৬ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন গায়ক, গান লেখক এবং অভিনেতা ছিলেন। তবে তিনি দ্রুত পরিচিত লাভ করেন লিনকিন পার্কের সহযোগী গান লেখক ও ভোকাল হিসেবে।