আয়না২৪ ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো আজ শনিবার ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা হতে পারে।
এই দুই নেতার মধ্যে টেলিফোনে কথা বলার সম্ভবনা আছে কি-না সে ব্যাপারে বার্তা সংস্থা রিয়া নভোস্তি শুক্রবার জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।
এটি হলে তা হবে ট্রাম্পের শপথ নেওয়ার পর তাঁদের প্রথম ফোনালাপ। নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর এ দুই নেতার মধ্যে ইতোমধ্যে টেলিফোনে কথা হয়েছে। এ সময় তারা যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক ‘স্বাভাবিক’ করার ব্যাপারে সম্মত হন। এএফপি।
প্রসঙ্গত, শপথ নেওয়ার পর ট্রাম্প ভারতের প্রধানমন্তী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন।