• Home  / 
  • বিশ্ব  / 

অবরুদ্ধ কাতারে পাঁচটি বিমানে করে খাবার পাঠাল ইরান

জুন ১১, ২০১৭
Spread the love
আয়না২৪ ডেস্ক
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলো অবরোধ আরোপের পর খাদ্য ঘাটতিতে পড়া কাতারে পাঁচটি কার্গো বিমানে করে  খাবার পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। জঙ্গিবাদে মদদের অভিযোগে কাতারের ওপর এই অবরোধ আরোপ করা হয়।
 
 কাতারের সরকারি সূত্রগুলো বলছে,  সৌদি আরবের সঙ্গে কাতারের স্থলসীমান্ত দিয়ে ৪০ শতাংশ খাদ্য সরবরাহ আসে।
ইরান এয়ারের মুখপাত্র বলেন, পাঁচটি বিমান ভর্তি করে ফল, সবজিসহ খাদ্যসামগ্রী কাতারে পাঠানো হয়েছে, প্রতিটি বিমানে ৯০ টন কার্গো রয়েছে। আগামীকাল আরেকটি কার্গো পাঠানো হবে। তবে এটা নিশ্চিতভাবে জানা যায়নি, এটা সহায়তা ছিল না অর্থের বিনিময়ে পাঠানো হয়েছে।
 
ইরান এয়ার টুইটারে এক পোস্টে শিরাজ বিমানবন্দরে কার্গো তোলার ছবি দেওয়া হয়।
মুখপাত্র বলেন, যতদিন চাহিদা থাকবে ততদিন ইরান সরবরাহ বজায় থাকবে। ইরানের তাসনিম সংবাদ সংস্থার খবরে বলা হয়, ৩টি জাহাজে করে ৩৫০ টন খাবার কাতারে পাঠানো হবে। সৌদি আরব, বাহরাইন ও আরব আমিরাত কাতারের জন্য আকাশপথ বন্ধ করে দেয়ার পরে ইরান তার আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে কাতারকে। বিবিসি।