জীবিত মানুষ কবর দিয়ে উৎসব!
ডিসেম্বর ১১, ২০১৬আয়না২৪ আন্তর্জাতিক ডেস্ক দেখলে মনে হবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের শেষকৃত্য চলছে। চার জন কাঁধে বহন করে এগিয়ে চলছেন একটি কফিন। কফিনের ঢাকনা বন্ধ, শুধু এক দিকের উন্মুক্ত একটি অংশ দিয়ে দেখা যাচ্ছে কফিনের ভেতরে শায়িত মানুষটির মাথা। চোখ বোজা অবস্থায় নিথর হয়ে রয়েছে সেই মাথা। কফিনের পিছন পিছন চলেছেন কিছু মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন কিছু বৃদ্ধাও, যাঁরা বুক […]