কোরীয় উপসাগরের দিকে এগোচ্ছে আরেক মার্কিন রণতরী
মে ১৯, ২০১৭আয়না২৪ ডেস্ক উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা সত্ত্বেও পুনরায় কোরীয় উপসাগরের দিকে আরো একটি রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা- সিএনএন। সিএনএনের প্রতিবেদন জানাচ্ছে, কোরীয় উপসাগরে পূর্বে নিয়োজিত মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের সঙ্গে এক যৌথ মহড়ায় অংশ নিতে আরেক রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানকে প্রেরণ করা […]