ফ্রান্সে মসজিদের সামনে গুলি, আহত ৮
জুলাই ৩, ২০১৭আয়না২৪ ডেস্ক গতকাল ফ্রান্সে মসজিদের বাইরে গোলাগুলির ঘটনায় আটজন আহত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের একটি মসজিদে ওই হামলার ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে রাতে আভিংগনের আররাহমা মসজিদ থেকে ফেরার পথে মুসল্লিদের ওপর দুই সন্দেহভাজন বন্দুকধারী হামলা চালায়। সন্দেহভাজন ওই দুই ব্যক্তির কাছে একটি হ্যান্ডগান এবং একটি শটগান ছিল। তারা মসজিদের […]