সেই হ্যাপিকে নিয়ে প্রকাশিত হল বই!

Spread the love

আয়না২৪ ডেস্ক

কিছুদিন আগেও গণমাধ্যমের প্রধান খবরে পরিণত হয়েছিলেন মডেল কন্যা হ্যাপি আর ক্রিকেটার রুবেল। দুজনের প্রেম আর সম্পর্কের  জের ধরে  বিরোধ গড়ায় আদালত অবধি। 

শেষ পর্যন্ত হ্যাপি অবশ্য নিজেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। চলে গেছেন  আড়ালে। রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় গোপনে বিয়েও করেছেন।  তবে তাঁর স্বামীর নাম জানা না গেলেও  তিনি একজন শিক্ষক বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

হ্যাপি বর্তমানে ধর্মীয় জ্ঞান লাভের জন্য ধর্মীয় বিষয়ে পড়াশোনা করছেন।  ইসলামি শাসন- নিয়ম-কানুন মেনে চলছেন মেনে জীবন-যাপন করছেন। বোরখা ছাড়া বাইরে বের হচ্ছেন না। আর নিজেকে তিনি এখন পরিচয় দেন ‘আমাতুল্লাহ’ (আল্লাহর বাঁদী) নামে।

এত সব ঘটনা আর হ্যাপির জীবনের পরিবর্তন, উত্থান-পতন আর বদলে যাওয়া হ্যাপির গল্প নিয়ে সম্প্রতি প্রকাশ হয়েছে একটি বই। বইটি লিখেছেন সাদেকা সুলতানা সাকী। বইটিতে হ্যাপির বদলে যাওয়া জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।

বইটি প্রসঙ্গে  নাজনীন আক্তার হ্যাপি তাঁর ফেসবুকে লিখেছেন, ‘নতুন বইয়ের ঘ্রাণে আমার ঘর সুবাসিত হয়ে আছে, আলহামদুলিল্লাহ! ১০০ কপি বই পাঠিয়েছেন মাকতাবাতুল আযহার থেকে। অনেক অনেক জাযাকাল্লাহ  মাকতাবাতুল আযহারের প্রকাশক ভাইকে এবং বইটির সম্পাদক ভাইয়া এবং তার আহলিয়াকে যিনি আমার সাক্ষাৎকার নিয়েছেন। এবং প্রচণ্ড কষ্ট করে সবকিছু ম্যানেজ করেছেন। আমি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদের কবুল করুন। অন্তর থেকে আপনাদের জন্য আমার দোয়া ছাড়া আর কিছু করার নেই। অনেক খুশি লাগছে আলহামদুলিল্লাহ! বইটা কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ! হাতে না নিলে এই বইয়ের সৌন্দর্য বোঝা সম্ভব নয়। অনেক বেশি সুন্দর।’