• Home  / 
  • বিনোদন  / 

যৌন হয়ানির শিকার মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

অক্টোবর ১২, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

মার্কিন প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারিতে সরগরম হলিউড। হার্ভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন তিনজন অভিনেত্রী। এবার মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও গিনেথ প্যালট্রোও হার্ভের বিরুদ্ধে যৌন হয়রানি নিয়ে মুখ খুলেছেন।
 
হার্ভের কাছ থেকে এ দুই অভিনেত্রী এ নির্মাতার যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই তারকারা নিউইয়র্ক টাইমসে তাদের বিবৃতি পাঠিয়েছেন।
 
বিবৃতিতে জোলি বলেন, উঠতি বয়সে হার্ভে উইনস্টেইনের সঙ্গে আমার খুব খারাপ অভিজ্ঞতা রয়েছে। যে ঘটনার পর আমি তার সঙ্গে আর কখনো কাজ করিনি এবং অন্যদেরকেও সতর্ক করেছি।
 
প্যালট্রো বিবৃতিতে জানান, এমা সিনেমায় তাকে কেন্দ্রীয় চরিত্রে নেয়ার পর হার্ভে তাকে তার হোটেল ডাকেন, যেখানে এ নির্মাতা তার শরীর স্পর্শ করেন এবং অনৈতিক কাজের ইঙ্গিত দেন। তিনি আরো বলেন, তখন আমি ছোট, সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম, খুবই ভয় পেয়েছিলাম যেন নড়তে পারছিলাম না।
উইনস্টেইনকে ছেড়ে যাচ্ছেন তার স্ত্রী
হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টেইনকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী জর্জিয়া চ্যাপম্যান। উইনস্টেইনের বিরুদ্ধে দুই নারীকে ধর্ষন এবং আরো বেশ কয়েকজনকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। চলচ্চিত্র শিল্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন থেকেও উইনস্টেইনের এই কেলেংকারির নিন্দা জানানো হচ্ছে। 
 
৬৫ বছর বয়সী প্রভাবশালী এই চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে মঙ্গলবার নিউইয়র্কার  পত্রিকায় ধর্ষন ও যৌন হয়রানির অভিযোগ প্রকাশিত হয়। তবে তার মুখপাত্র স্যালি হোফমিস্টার এক বিবৃতিতে উইনস্টেইনের বরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখান করেন। এরই মধ্যে উইনস্টেইনের স্ত্রী ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জর্জিনা চ্যাপম্যান জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন পিপলকে বলেন, তিনি উইনস্টেইনকে ছেড়ে যাচ্ছেন। 
 
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অস্কার বিজয়ী এই প্রযোজকের কঠোর নিন্দা করেছেন। প্রসঙ্গত, উইনস্টেইন ডেমোক্রেট দলের অন্যতম অর্থ যোগানদাতা। এএফপি ও বিবিসি।