আয়না২৪ প্রতিবেদন
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার মৌসুমী স্বাক্ষরিত পদত্যাগের একটি চিঠি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর পাঠানো হয়।
চিঠিতে মৌসুমী লিখেছেন,আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন (২০১৭-১৯) মেয়াদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হই। আমার ব্যক্তিগত নানাবিধ সমস্যা থাকার কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। যে কারণে আমি এ পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী।’
প্রসঙ্গত, প্রতি দুই বছর পর পর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৯) মেয়াদে মিশা সওদাগর সভাপতি এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৫৯ ভোট। সাধারণ সম্পাদ পদে জায়েদ খান পেয়েছেন ২৭৯ ভোট। নির্বাচনে মৌসুমীও কার্যনির্বাহী পরিষদে ৩৪৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং সাধারণ সম্পাদক অমিত হাসান।