গ্রেপ্তার হতে পারেন শাহরুখ খান

জুলাই ১৩, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

‘রইস’ ছবির প্রচারণায় নতুনত্ব আনতে গিয়ে ট্রেন সফরে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই রেলস্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। ফলে মামলা হয় তার নামে। সেই মামলায় গতকাল কিং খানকে সমন পাঠিয়েছে ভদোদরা আদালত।

বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কোড অব ক্রিমিনাল প্রোসিডিউরের ২০৪ নম্বর ধারায় শাহরুখ খানের বিরুদ্ধে সমন জারি করেছেন। ২৭ জুলাই তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও এই মামলায় শাহরুখ খানের বিরুদ্ধে সমন জারি করা হয়েছিলো। তবে তাতে স্থগিতাদেশ দিয়েছিল গুজরাট হাইকোর্ট। এবার আদালতে হাজিরা না দিলে গ্রেফতার হতে পারেন শাহরুখ!

উল্লেখ্য, ২৩ জানুয়ারি ‘রইস’ সিনেমাটির প্রচারণায় মুম্বাই থেকে দিল্লিতে ট্রেনে ভ্রমণ করেছিলেন শাহরুখ। এ সময় তাকে দেখতে আসা ভক্তদের ভিড়ে ভাদোদরা রেলস্টেশনে এক যাত্রীর মৃত্যু হয়। আর সে মৃত্যুর জেরেই শাহরুখের বিরুদ্ধে এ আইনি পদক্ষেপ। এই ঘটনায় শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যান জিতেন্দ্র সোলাঙ্কি নামে এক ব্যক্তি। তার আইনজীবী জুনেইদ সাইদের দাবি, অভিনেতার গাফলতিতেই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও শাহরুখ জানিয়েছেন, তিনি যথেষ্ট ব্যবস্থা নিয়েছিলেন প্রচারের জন্য।

প্রসঙ্গত, আগামী ৪ আগস্ট মুক্তি পাচ্ছে ইমতিয়াজ আলী পরিচালিত শাহরুখ-আনুশকা অভিনীত ছবি ‘জাব হ্যারি মেট সেজাল’। এরপর আনন্দ এল রাইয়ের ছবির শুটিং শুরু করেছেন বলিউড বাদশাহ। এতে নাকি তাকে বামন চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে আইনি বিপাকে জড়ালেন শাহরুখ।