আয়না২৪ বিনোদন ডেস্ক
এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের বাড়তি আনন্দ দিতে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত ১০টা ১০ মিনিটে একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। রাজধানীর ইনডোর স্টেডিয়ামে একটি বিশাল সেটে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এই আয়োজন।
বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ শুরু করা হয় ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। এবারের ঈদ ইত্যাদিতে একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন এন্ড্রু কিশোর। সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিয়ে গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। গানটির চিত্রায়ণে এন্ড্রু কিশোরের সঙ্গে অংশ নিয়েছে ইত্যাদির দেওয়া ঈদের পোশাকে সজ্জিত দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।
‘ঈদে ঘরমুখো মানুষদের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা’-এই বিষয় নিয়ে একটি বক্তব্যধর্মী, সচেতনতামূলক নাচ করা ধাকবে এবারের অনুষ্ঠানে। নাচটি পরিবেশনায় রয়েছেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাঁদের সঙ্গে থাকবেন প্রায় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী। নাচটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
এবারের ঈদ ইত্যাদিতে দেখা যাবে আমাদের দেশের বিশেষ করে শহরাঞ্চলের নানান সমস্যা নিয়ে ৫ জন বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। চরিত্রগুলো কাল্পনিক না হলেও অবস্থাটা কাল্পনিক। আর এই আলোচিত মানুষদের কাল্পনিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম,জাহিদ হাসান, মীর সাব্বির, চঞ্চল চৌধুরী ও অপূর্ব।
ঈদ ইত্যাদির বিভিন্ন চমকের একটি হচ্ছে বিশেষ মিউজিক্যাল ড্রামা। এবারে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর করা মিউজিক্যাল ড্রামায় অংশ নিয়েছেন আজিজুল হাকিম, কুসুম শিকদার, ইমন, নিরব ও দিনাত জাহান মুন্নী। ইত্যাদি’র বিভিন্ন পর্বে আমাদের সমসাময়িক প্রসঙ্গ ও সমাজের অসঙ্গতির বিরুদ্ধে থাকে তীব্র কটাক্ষপাত। এবারও তেমনি একটি ব্যতিক্রমী আয়োজন রয়েছে। যে পর্বটি উপস্থাপনা করেছেন অপি করিম। অতিথি হিসেবে ছিলেন মিশা সওদাগর, আহমেদ রুবেল, তবিবুল ইসলাম ও দিলারা জামান।
থাকবে একটি গান। যেখানে অংশ নেবেন এই প্রজন্মের কয়েকজন জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, কনা ও ঐশী। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনা করেছে প্রীতম হাসান।
আর বরাবরের মতো বিদেশিদের নিয়ে এবারও রয়েছে একটি ব্যতিক্রমী আয়োজন। এই পর্বটিতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় অর্ধ শতাধিক বিদেশি নাগরিক অংশ নিয়েছেন। এবারের বিদেশি পর্বে একটি চমৎকার স্লোগান উঠে এসেছে। তা হচ্ছে-‘যৌতুক নেয়া মহাপাপ-যৌতুক সমাজের অভিশাপ’।
প্রতি ঈদের মতো এবারো রয়েছে ব্যাপক আয়োজনে বিষয় ভিত্তিক দলীয় সংগীত। সে সঙ্গে নাচ। এ পর্বের নৃত্য পরিচালনা করেছেন মামুন ও মুকুল। সংগীতায়োজন করেছেন মেহেদী। প্রতিবারই ইত্যাদি’র দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম।
এবারের দর্শকপর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে পরবর্তী অংশে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। মামার নিষেধ সত্ত্বেও এবারের ঈদে মৌসুমী ব্যবসায়ী ভাগ্নে নতুন ব্যবসার পরিকল্পনা করেছে। আর ওদিকে নানী-নাতিকে দেখা যাবে স্টুডিওতে দর্শকদের সামনে। তাদের এবারের তর্কযুদ্ধের বিষয় ‘ঈদের বিশেষ অফার’। এছাড়া ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রুপাত্মক রসালো নাট্যাংশ রয়েছে।
ঈদ ইত্যাদির উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- এটিএম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী, কেএস ফিরোজ, সোলায়মান খোকা, মহিউদ্দিন বাহার, আব্দুল কাদের, আফজাল শরীফ, প্রাণ রায়, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভীন, নিপু, জিল্লুর রহমান, আমিন আজাদ, কামাল বায়েজিদ, শেলী আহসান, সুভাশিষ ভৌমিক, তারেক স্বপন, জামিল হোসেন, বিলু বড়ুয়া, সজল, মুকুল সিরাজ, সাজ্জাদ সাজু, নিসা, ইমিলা, নজরুল ইসলাম, হাশিম মাসুদসহ আরো অনেকে। ইত্যাদি’র শিল্পনিদের্শনা করেছেন যথারীতি মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।