আয়না২৪ ডেস্ক
ঈদের ভোরবেলা, মুম্বাইয়ের ব্যান্ড স্ট্যান্ডে আছড়ে পড়ছে আরব সাগরের নীল ঢেউ! ঢিল ছোঁড়া দূরত্বেই এক বাংলোর উঁচু প্রাচীরে আছড়ে পড়ছে জনসমুদ্র! তাঁকে একটু চোখে দেখার আশায় লাখো মানুষের জমায়েত। বলিউডের মুকুটহীন বাদশা আসবেন, হাত নাড়বেন সবার উদ্দেশে, আনন্দে গর্জে উঠবে জনতা। ‘শাহরুখ’ ‘শাহরুখ’ ধ্বনি আর আজানের যুগলবন্দী তখন মুম্বইয়ের আকাশে বাতাসে!
ইতিমধ্যেই শাহরুখের ফ্যান ক্লাব ‘এসআরকে ইউনিভার্স’ টুইট করে ফেলেছে, ‘দেখুন মন্নতের সামনে ভক্তদের প্লাবন! শুধুমাত্র একটু চোখের দেখা দেখে শাহরুখকে ঈদের শুভেচ্ছা জানাতে উপস্থিত সবাই!’ সঙ্গে ওই জনসমুদ্রের ছবি দিতেও ভোলেননি। টুইটটি তড়িঘড়ি ‘রি-টুইট’ করলেন বাদশা। ওপরে লিখলেন, ‘কিছুক্ষণের মধ্যেই বাইরে আসছি বন্ধুরা!’
ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ হওয়ার পর মাত্র একটা দিন পেরিয়েছে। ঈদ আর ফিল্মি কেরিয়ারের রৌপ্যজয়ন্তীর যৌথ শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শাহরুখ। অবশেষে প্রতীক্ষার অবসান। মন্নতের খোলা ছাদে এলেন, ভক্তদের দিকে তাকিয়ে হাসলেন, হাত নাড়লেন, রেলিং বেয়ে উঠে আরও দৃশ্যমান করে তুললেন নিজেকে।
এরপর মুখোমুখি সংবাদ মাধ্যমের। মন্নতের বিস্তীর্ণ লনে। ঈদের শুভেচ্ছা জানালেন সবাইকে। বিরিয়ানি আর ফিরনির ঢালাও ব্যবস্থায় আপ্যায়নও করলেন সাংবাদিক বন্ধুদের।
মুখ খুললেন নিহালনির ‘সংস্কারের কাঁচি’ নিয়ে। জানিয়ে দিলেন,‘পুরো ট্রেলর ও পূর্ণ ছবি সেন্সরের জন্য পাঠানো হবে। আশা করি, পহেলাজ নিহালনি পুরো ছবিটি দেখলে বুঝতে পারবেন ‘ইন্টারকোর্স’ শব্দ ব্যবহারের কারণ। তার পর হয়তো তাঁর এই আপত্তিও আর থাকবে না।’