• Home  / 
  • বিনোদন  / 

ইউটিউব থেকে ফারিয়ার ‘আল্লাহ মেহেরবান’ সরাতে আইনি নোটিশ

Spread the love
আয়না২৪ ডেস্ক
 তীব্র সমালোচনার মুখে নুসরাত ফারিয়ার আলোচিত আইটেম সং ‘আল্লাহ মেহেরবান’ ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার দাবিতে  আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
 
কয়েকদিন আগে দুই বাংলার আলোচিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘বস-টু’-এর ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের গানটি প্রকাশিত হয়। সুফিয়ানা ধাঁচের এই গানে দেখা যায় কলকাতার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়াকে। সঙ্গে অশ্লীল পোশাক পরে নেচে তীব্র সমালোচনায় মুখে পড়েন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
 
আগামী তিনদিনের মধ্যে গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুল বাশারের পক্ষে সাতজনকে এ  নোটিশ পাঠান আইনজীবী  হোজ্জাতুল ইসলাম।
 নোটিশের সাত প্রাপক হলেন, জাজ মাল্টিমিডিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিব।
হোজ্জাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গানটিতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে।
‘বস-টু’ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিত্স ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।
 
ডিসলাইকের রেকর্ড!
রোজার ঠিক আগেই দুই বাংলার আলোচিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘বস-টু’-এর ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের একটি বিশেষ গান প্রকাশিত হয়। সুফিয়ানা ধাঁচের এই গানে দেখা যায় কলকাতার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়াকে। সঙ্গে অশ্লীল পোশাক পরে নেচে তীব্র সমালোচনায় মুখে পড়েছেন বিতর্কিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
 
গানটির শিরোনাম শুনে যে কেউই বলবেন এটি রোজার মাসকে লক্ষ্য করেই প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বাণিজ্যিক ছবিতে ধর্মীয় ভাবধারার গান নতুন নয়। তবুও গানটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা। এর কারণ ধর্মীয় ভাবধারার এ গানটিতে অশ্লীল পোশাক পরে নাচতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। অথচ একই গানে নুসরাত ফারিয়ার সঙ্গে নায়ক জিৎ হাজির হয়েছেন কালো কাবলি-পাগড়িতে মার্জিত পোশাকে।
 
 একইসাথে গানটি খুব অল্প সময়ের ভেতরে ইউটিউব ডিজলাইক অপশনে রেকর্ড প্রায় ৯ হাজার (এই রিপোর্ট লেখা পর্যন্ত) পেরিয়ে গেছে।
 
তবে খটকা আর সমালোচনা নিয়ে একদমই ভাবছেন না নুসরাত ফারিয়া। তার দাবি, পুরো ছবিটি দর্শকরা দেখলে ধারণা পাল্টে  যাবে। তিনি বলেন, ‘সমালোচিত বলেই আলোচিত। আর আমি একজন আর্টিস্ট। তাই নির্দেশকের কনসেপ্ট অনুযায়ীই কাজ করতে হয়। আর পুরো ছবিটি না দেখে কেউ একটি গানের ভিডিও নিয়ে বিচার করাটা ঠিক হবে না।’ আর এ বিষয় নিয়ে বেশিকিছু বলতেও চাইলেন না তিনি।
 
সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিত্স ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।