৯ বছর পর বরগুনা জেলা বিএনপির নতুন কমিটি

জানুয়ারি ৩১, ২০১৮
Spread the love

নিজস্ব প্রতিবেদক

 সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বরগুনা জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি নয় বছর পর সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় কমিটি   জেলা বিএনপির ৬২ সদস্যের এই কমিটি অনুমোদন করে ।  এতে মো. নজরুল ইসলাম মোল্লাকে সভাপতি ও অ্যাডভোকেট মো. হালিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  আগামী ৩০ দিনের মধ্যে নবগঠিত কমিটিকে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

দলীয় সূত্র জানায়, ২০০৯ সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়। এতে মাহবুবুল আলম ফারুক মোল্লা সভাপতি ও এস এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হন।  

দীর্ঘ ৯ বছর পর  নতুন কমিটিতে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ায়  আনন্দ প্রকাশ করেছেন দলের বড় একটি অংশ। অন্যদিকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সদ্য সাবেক কমিটির সভাপতি ও সম্পাদক সমর্থিত একটি অংশ।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান সদ্য সাবেক কমিটির সভাপতি  মাহবুবুল আলম ফারুক মোল্লা  বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে এই কমিটি করা হয়েছে। যারা বিগত দিনে দলের খারাপ সময়ে পাশে ছিল তারা এই কমিটিতে নেই।

নতুন কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সদ্য অনুমোদিত বরগুনা জেলা সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, নতুন কমিটি গঠন হওয়ার মধ্যদিয়ে বরগুনা জেলা বিএনপির রাজনীতিতে   গতিশীলতা   ফিরে আসবে। আমরা  সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে বরগুনায় বিএনপিকে সংগঠিত করতে কাজ করতে চাই।  

নতুন  কমিটি অনুমোদন দেওয়ায়  তিনি দলের চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরগুনার মানুষের  পক্ষ থেকে কৃতজ্ঞতা ও  অভিনন্দন জানান।