• Home  / 
  • বরিশাল  / 

সাংবাদিক হাকিম হত্যার বিচার দাবিতে বরিশাল ও বরগুনায় মানবন্ধন

ফেব্রুয়ারি ৪, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি বরিশাল ও বরগুনা
বরিশাল সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে নিহত হওয়ার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার সকালে বরিশালে ও বরগুনায় মানবন্ধন হয়েছে। সকাল ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সমকাল সুহৃদ সমাবেশ প্রতিবাদমূলক এই কর্মসূচির আয়োজন করে।
এখানে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক গুলিতে নিহত হবেন এটা মেনে নেওয়া যায়না। অনাকাঙ্খিত এই ঘটনার নেপথ্যে ক্ষমতাসীন দলের র্দুবৃত্তায়ন দায়ী। অনতিবিলম্বে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা এর দায়ে সরকারের সফল কাজ ম্লান করবে।
সমকাল বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর সভাপতিত্বে মানববন্ধনে  একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান, সম্পাদক কামরুল আহসানসহ অন্যরা।


এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও সমাবেশে করেছে সমকাল সুহৃদ সমাবেশ। সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, হাসান ঝন্টু, মনির হোসেন কামাল , জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, খেলাঘর বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ প্রমুখ।