রাজাপুরে চোরাই মোটরসাইকেল সহ দুই চোর আটক!

অক্টোবর ৫, ২০১৭
Spread the love

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাত ৩টায় উপজেলার নতুন হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার দক্ষিন রাজাপুর এলাকার মো. ছালাম ডিলারের ছেলে মো. মাইনুল ইসলাম (২৮) ও রাজাপুর থানার পুলিশ সদস্য মো. আমজাদ হোসেনের ছেলে মো. রনি (২৬)। এছাড়াও চোরচক্রের অপর এক সদস্য মো. জহিরুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়। সে উপজেলার আঙ্গারিয়া গ্রামের তানদে আলীর ছেলে।

এই চক্রটির বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, গাড়ি চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

মোটরসাইকেল চালকের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক সড়কের বলাইবাড়ি এলাকায় রাত ১১টায় মোটরসাইকেলটি রেখেছিল চালক শফিকুল । কিছুক্ষন পরে এসে মোটরসাইকেল না পেয়ে খোঁজ শুরু করে জানতে পারে তিনজন লোক গাড়িটি নিয়ে নতুন হাট এলাকার দিকে গেছে। পরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা একত্রিত হয়ে চোরদের ধাওয়া করে উপজেলার নতুন হাট এলাকা থেকে চোর মাইনুল ও রনিকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় অপর চোর জহির মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রাজাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নতুন হাট এলাকার একটি বাগান থেকে রাত ৩টায় মোটরসাইকেলটি উদ্ধার করে।

রাজাপুর থানা পরিদর্শক (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, এ ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেল সহ দুইজন থানায় আটক রয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।