• Home  / 
  • বরিশাল  / 

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে ছাই, আহত-৮

Spread the love

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি বসতঘর। উপজেলার গালুয়া ইউনিয়নের গাজী বাড়িতে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ঝালকাঠি ও ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের কর্তা ব্যাক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে ভুক্তোভোগীরা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন, নান্নু গাজী (৫৫) মো. হিরু (৪০) আল আমিন (৪০) ফুল গাজী (৫৫) জলিল খন্দকার (৫০) আতাহার খান (৮০) মঞ্জুর গাজী (৪০) মীর জামাল (৪৫) ও হেমায়েত (৪৫)। আহতদের কাঁঠালিয়া ও ভান্ডারিয়ার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


আহত নান্নু গাজী জানান, এই বাড়িতে কাঁচা-পাকা মিলিয়ে মোট ২০টি বসতঘর রয়েছে। এরমধ্যে পাশাপাশি সাতটি টিনের ঘর। এই সাত ঘরের মধ্যে ফারুক গাজীর ঘর থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। আমরা কোনো প্রতিকার করার আগেই মুহূর্তের মধ্যে এই সাতটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ঘর, ধান-চাল, আবসবাবপত্র, নগদ টাকা ও মূল্যবান মালামালসহ ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
ফারুক গাজীর পুত্রবধু রোজিনা আক্তার জানান, তাঁদের কাঠের ঘরের দ্বিতীয় তলায় মুঠোফোন চার্জে দেওয়া ছিল। সাড়ে ১০টা নাগাদ বাড়ির উঠান থেকে কেউ বলে, ঘরের চালে আগুন লেগেছে। আমরা তখনই ঘর থেকে বেড়িয়ে যাই। বাতাসের কারনে মুহূর্তের মধ্যে পাশের ঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। ধারনা করা হচ্ছে মুঠোফোনে চার্জার অথবা বিদ্যুতের তার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঝালকাঠি ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে সাতটি ঘরই সম্পূর্ন পুড়ে গেছে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্থ্যদের নাম ঠিকানা সংগ্রহ করেছি। আশাকরি প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই ক্ষতিগ্রস্থদের সহায়তা দিতে পারব।