আয়না২৪ প্রতিবেদক
বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । বৃহস্পতিবার দিবাগত রাতে্ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বামনা উপজেলার খোলপটুয়া বাজারের আফজাল মিয়ার জুতার দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এরপর তা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে মুদি দোকান, ফার্মেসি, কসমেটিকসের দোকান, ফটোস্টুডিও, খাবার হোটেল, চায়ের দোকান, লেপ তোশকের গোডাউন, মিষ্টির দোকানসহ ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন।