বরিশাল প্রতিনিধি
বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ টি পথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুুুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। বিশেষ করে প্রবল বর্ষণের মধ্যে দূর দূরন্ত থেকে আসা যাত্রীরা বাস না পেয়ে বেশি মাত্রায় ভোগান্তির শিকার হচ্ছেন।
এমতাবস্থায় বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন জানিয়েছেন, সম্প্রতি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ তাদের ৬ নেতার ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাও গ্রহণ করেনি পুলিশ। এছাড়া বরিশালের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। যে কারণে এই দুটি দাবি বাস্তবায়নে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ৩৮ টি পথে ধর্মঘট অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি এদিকে বাস ধর্মটের কারনে দক্ষিণাঞ্চলের হাজার হাজার বাসযাত্রী মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। যাত্রীরা জানায়, রুপাতলী বাসস্ট্যান্ডে এসে ধর্মঘটের বিষয়টি শুনেছেন। যে কারণে তারা বেশিমাত্রায় ভোগান্তির শিকার হচ্ছেন।
বরগুনায় যাওয়ার জন্য বেলা ১১টার দিকে রুপাতলী বাসস্ট্যান্ডে আসেন সগির হোসেন নামে এক ব্যক্তি। কিন্তু বাস ছাড়তে শুনে বেকায়দায় পড়ে যান তিনি। পরিশেষে বাধ্য হয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে ৮০০ টাকা দিয়ে রওনা দিয়েছেন।
একইভাবে বাসযোগে গন্তব্যে যেতে না ভোগান্তির কথা জানিয়েছেন পটুয়াখালীর আবু জাফরসহ অনেকে। আবার কেউ কেউ বাস ছাড়ার অপেক্ষায় স্ট্যান্ডে পরিজনদের নিয়ে বসে আছেন। এ
বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, বাস ধর্মঘটে যাত্রী ভোগান্তির বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনারের সাথে আলাপ হয়েছে। খুব শিগগিরই সমাধানে বাস মালিক শ্রমিকদের নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। সেখানে বিষয়টি সুরহা হবে বলে আশা করছি।