• Home  / 
  • বরিশাল  / 

বরিশালে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড

Spread the love

বরিশাল প্রতিনিধি
বরিশালে মৎস্যজীবী স্বরুপ আলী মৃধাকে হত্যার দায়ে স্ত্রী ও তার কথিত প্রেমিককে মৃত্যুদণ্ড এবং আরো একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহা. রাকিবুল ইসলাম এই রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন বরিশাল সদর উপজেলার টুমচর গ্রামের মমতাজ বেগম, কালাম হাওলাদার ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাজীব রাঢ়ী। রায়ে রাজীব রাঢ়ীকে ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণাকালে এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সগকারী মো. রফিকুল ইসলাম বলেন,২০১৫ সালের ১২ মার্চ রাতে বরিশাল সদর উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের পেশায় মৎস্যজীবী স্বরুপ আলী মৃধাকে (৪৫) ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে স্বরুপের মৃতদেহ বাড়ি সংলগ্ন খালের পাড়ে ফেলে রাখা হয়। ওই রাতেই স্বরুপ আলীকে খুঁজতে যায় তার ভাই আশ্রাব আলী মৃধা। ভাইকে ঘরে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ভাইয়ের লাশ খালের পাশে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয় ।
এ ঘটনায় আশ্রাব আলী মৃধা  বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা (নং ০২/১৫)) দায়ের করেন। মামলায় তদন্ত কর্মকর্তা ওই থানার এস আই হেমায়েত কবির দণ্ডিত ৩ জনকে অভিযুক্ত করে  ২০১৫ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে আজ এই রায় প্রদান করেন।