বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর আছমত আলী খান(একে) ইনস্টিটি্উটের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবির রবি দাসের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ মানববন্ধন হয়েছে। সকাল ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বরে ছাত্র ইউনিয়ন এই মানববন্ধনের আয়োজন করে।
এসময় সমাবেশে বক্তারা অবিলম্বের আবিরের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার সভাপতি দীপংকর কুন্ডুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি এ.কে আজাদ, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জোসনা আক্তার, ছাত্র ইউনিয়ন ব্রজমোহন কলেজ শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম. মলয় সাহা, আশা দাস, বন্যা দাস প্রমুখ।
ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক সম্পা দাস সমাবেশ সঞ্চালনা করেন। প্রসঙ্গত, গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরের ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে একে স্কুলের জেএসসি পরীক্ষার্থী আবির রবি দাসের মাথায় ব্যাট দিয়ে সজোরে আঘাত করে তার বন্ধু মিরাজ। গুরুতর আহতাবস্থায় তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হলে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসকরা। পরদিন শনিবার (২৩ ডিসেম্বর) ভোররাতে ঢাকায় চিকিৎসাদীন অবস্থায় মারা যায় আবির।
এ ঘটনায় আবিরের বাবা জয় রবি দাস বাদী হয়ে মিরাজসহ ৪ জনকে আসামি করে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মিরাজের বাবা বাবুলকে আটক করলেও মামলার প্রধান আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।