• Home  / 
  • বরিশাল  / 

দক্ষিণাঞ্চলে সিম ক্লোন করে টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারক আটক

জানুয়ারি ৩০, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি, বরিশাল
বিশেষ সফটওয়ার ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় সরকারি কর্মকর্তাদের কাছ  বিকাশের মাধ্যমে টকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে বরিশাল জেলা পুলিশ।
এদের কাছ থেকে জব্দ করা হয় ১০ লাখ ৮৩ হাজার টাকা, বিভিন্ন কোম্পানীর ৪৫৯টি সিম, ১০টি মোবাইল সেট, তিনটি ল্যাপটপ, একটি করে ডেভিড ও কের্ডিট কার্ড। এনিয়ে সোমবার বিকেল ৫ টায় বরিশাল পুলিশ লাইনসে সয়বাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান। গ্রেফতারকৃতদের মধ্যে মো. আরিফ হাওলাদার ও মো.জাহিদুল ইসলামকে শরীয়তপুর থেকে এবং মো. আবু হানিফকে গাজীপুর জেলা থেকে আটক করা হয়।


পুলিশ সুপার বলেন, অবৈধ ভিওআইপি এবং পেঙ্গুইন নামে বিশেষ সফটওয়্যার চালু করে ক্লোন করা মোবাইল সিম দিয়ে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও রাজধানীতে এই চক্রের সদস্যরা প্রতারণা করতো। পহেলা ও ১১ জানুয়ারী পর্যন্ত বরিশালের জেলা প্রশাসক ও ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোন করে জন প্রতিনিধিদের কাছ থেকে কাজ পাইয়ে দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়। ১০ জানুয়ারী হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলনের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিলে তিনি ১৪ জানুয়ারী থানায় মামলা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের টিম বিকাশ এজেন্সির কাছ থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে প্রতারক চক্রের হোতা শহিদুল ইসলাম সাইদুলকে (২৮) ১৪ জানুয়ারী গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে বিকাশ থেকে ৮৩ হাজার টাকা উত্তলনের সময় হাতেনাতে গ্রেফতার করে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাদে ২৯ জানুয়ারি উল্লেখিত তিন জনকে গ্রেপ্তার করা হয়।
এসময় পুলিশ সুপার অরো বলেন, এর নেপথ্যের হোতাদের বের করার জন্য পুলিশ তৎপর রয়েছে। আর ফোনে টাকা আদান-প্রদানের ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন।