বরিশাল প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলায় সেতু আক্তার (২৬) নামে এক তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁর বাবা।
রোববার বরিশাল মূখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন ওই উপজেলার পরমান্দপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি আমালে নিয়ে অভিযুক্ত মেয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করেছেন।’
আদালত সূত্রে জানা গেছে- জাকির হোসেনের বিবাহিত মেয়ে সেতু সাম্প্রতিকালে নেশায় আসক্ত হয়ে পড়েন। সেই নেশার টাকা সংগ্রহ করতে সে প্রায়ই ঘরের আসবাবপত্র চুরি করে বিক্রি করে দেন। গত ৫ জনু মেয়ে সেতু নেশা করার উপকরণ কিনতে বাবা জাকিরের কাছে ৫ হাজার টাকা দাবি করেন।
সেই টাকা দিতে বাবা অপরাগতা প্রকাশ করলে মেয়ে তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরবর্তীতে আলমিরা ভেঙে ১৭ হাজার টাকা ও ৪০ হাজার টাকা দামের স্বর্ণের চেইন নিয়ে যায়।