• Home  / 
  • বরিশাল  / 

বরিশালে বিদ্যুত ও নিত্য প্রয়োজনীয় মুল্য বৃদ্বির প্রতিবাদে অবস্থান কর্মসূচী

ডিসেম্বর ১২, ২০১৭
Spread the love

আয়না ২৪ প্রতিনিধি

বরিশালে বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধি প্রত্যাহার ও চাল পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোর দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সিপিবি-বাসদ ও গনতান্ত্রিক বাম মোর্চা। একই সাথে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদানও করে তারা।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের মুল ফটকে গিয়ে অবস্থান নেয় সিপিবি-বাসদ ও গনতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ। সেখানে তারা অবস্থান নিয়ে প্রতিবাদ করে।
সিপিবি-বাসদ ও গনতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তরা বলেন বর্তমান ১৫৪ জন ভোটার বিহীন সরকার তার শাসনামলে  ৮ বার জালানী তেলের মুল্যে বৃদ্বি করে সাধারন মানুষকে এক অসহনীয় পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে।

সরকারের ভুল নীতি ও দূর্নীতির খেসারতের কারনে আজ দেশের সাধারন জনগন হাড়ে হাড়ে টের পাচ্ছে।

সরকারের উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাটেরর রাজত্ব কায়েম করে যাচ্ছে। অভিলম্বে তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম স্বাভাবিক প্ররিস্থিতিতে আনতে সরকার ব্যার্থ হলে এদেশের সাধারন জনগন কঠোরভাবে আন্দোলনে যেতে বাধ্য হবে। এসময় তারা শে¬াগান দেয় দেশটা নাকি ডিজিটাল ৬০ টাকা মোটা চাল।

এসময় উপস্থিত ছিলেন এ্যাড. একে আজাদ,অধ্যাপক মু.জলিলুর রহমান,হারুন অর রসিদ মামুদ, অধ্যাপক নৃপেন্দনাথ বাড়ৈ,কমরেড সাইদুর রহমান ও ডাঃ মনিষা চক্রবর্তী।
পরে তারা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে।