• Home  / 
  • বরিশাল  / 

বরিশালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২, ২০১৮
Spread the love

বরিশাল প্রতিনিধি

বরিশালে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে নগরের কাশীপুর এলাকায় বেসরকারি পলিটেকনিক ইনন্টিটিউট ইনফ্রার সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। স্কিলস্ অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট  (স্টেপ) প্রকল্পের উদ্যোগে এই সেমিনার আয়োজন হয়।

এতে বক্তরা বলেছেন, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এখন বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কারিগরি শিক্ষা বিস্তারের বিকল্প নেই।  দেশকে এগিয়ে নিতে হলে এবং বিশ্বের শ্রম বাজারে টিকে থাকতে হলে দক্ষ জনশক্তির বিকল্প নেই। আর এটা সম্ভব কেবল কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তির মাধ্যমে।

  ইনফ্রার পরিচালক প্রকৌশলী ড. ইমরান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও স্কিলস্ অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের  (স্টেপ)  প্রকল্প পরিচালক এ বি এম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনিরুজ্জামান হাওলাদার, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সৈয়দ নুরুন্নবী প্রমুখ।

সেমিনারে বরিশাল বিভাগের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের  ৩০০ প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ছাড়াও কারিগরি বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।