বরগুনা প্রতিনিধি
বরগুনায় জমিজমা নিয়ে বিরোধে জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে দণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাছানুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের চার সহোদর স্বপন সরদার, নয়া সরদার, কবির সরদার ও কামাল সরদার। অপরজন স্বপন সরদারের ভগ্নিপতি পটুয়াখালী জেলার গলাচিপািউপজেলার নলুয়া গ্রামের জাহিদ হোসেন। রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২০ নভেম্বর সকালে বগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সোহেল ও রুবেল নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় তাদের মা সাহিদা বেগম বাদী হয়ে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৯ সালের ৩১ জানুয়ারি উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান ৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরমধ্যে মামলা চলাকালীন সময়ে এক আসামি দণ্ডপ্রাপ্ত স্বপন সরদারের বাবা আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন পিপি ভুবন চন্দ্র হাওলাদার ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী কমল কান্তি দাস।