আয়না২৪,প্রতিনিধি, বরগুনা
বরগুনার পূর্ব রায়ভোগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুকের বিরুদ্ধে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে । আহত অবস্থায় তাশরিফ নামে ওই শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ব রায়ভোগ মাধ্যমিক বিদ্যালয়ের আহত দশম শিক্ষার্থী তাশরিফ জানায়, সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুক সোমবার বিজ্ঞান ক্লাসে এসে নতুন করে ক্লাস রুটিন পরিবর্তন করার কথা বলেন । এসময় ঘন ঘন রুটিন পরিবর্তন না করে সারা বছরের জন্য একটি রুটিন করার অনুরোধ করে তাশরিফ। এতেই ক্ষুদ্ধ হয়ে শিক্ষক গোলাম ফারুক টেবিল থেকে বেত নিয়ে তাশরিফের জামার কলার ধরে পেটাতে থাকেন। একপর্যায়ে তাশরিফ ক্লাস থেকে বের হয়ে লাইব্রেরিতে যেতে চাইলে তাকে ধরে এনে আবারো পেটাতে থাকেন গোলম ফারুক। পরে আহত অবস্থায় সহপাঠিরা বরগুনা জেনারেল হাসাপাতলে ভর্তি করে।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক গোলাম ফারুক অভিযোগ স্বীকার করে বলেন, উত্তেজিত হয়ে বেত্রাঘাত করাটা ভুল হয়েছে।