আয়না২৪ প্রতিনিধি আমতলী (বরগুনা)
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জেলেদের উদ্দেশে বলেছেন, আপনারা জাটকা ধরবেন না। আপনাদের যাতে কষ্ট না হয় সে জন্য সরকারের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
এসময় তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, মার্চ থেকে জুনের মধ্যে ভিজিডির চাল জেলেদের দিতে মধ্যে বিতরণের ব্যবস্থা করতে হবে, যদি তা সময় মত না দেওয়া হয় তবে সেই চাল জেলা প্রশাসকেরা জব্দ করে আইনি ব্যবস্থা নেবেন। আইনি ব্যবস্থা নিলে যদি কোনো ধরনের চাপ আসে তবে আমাকে সরাসরি জানাবেন আমি আপনাদের সঙ্গে আছি।
মন্ত্রী আরো বলেন, দেশে কোনো অবস্থায় নিষিদ্ধ কারেন্ট জাল ও বেহুন্দি জাল উৎপাদন হতে দেওয়া হবে না।
বরগুনার আমতলী উপজেলার ডিগ্রি কলেজ মাঠে আজ বুধবার দুপুরে জাটকা সংরক্ষন সপ্তাহ-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
উদ্বোধনী সভায় সভাইতত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু. বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরিশাল নৌপুলিশের ডিআইজি মো: মনিরুজ্জামন, কোস্টগার্ডের দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন মোসায়েদ, বরগুনার জেলা প্রশাসক মহা: বশিরুল আলম, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক প্রমুখ।
জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন শেষে মন্ত্রীর নেতৃত্বে পায়রা নদীতে এক বর্নাঢ্য নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।