• Home  / 
  • বরিশাল  / 

বরগুনায় চার কোটি টাকার কাজের লটারি অনুষ্ঠানে হামলা যুবলীগ নেতাসহ দুজন আহত, লটারি স্থগিত

ফেব্রুয়ারি ৭, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি, বরগুনা

বরগুনার বেতাগী উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের চার কোটি টাকার ১৮ টি প্রকল্পের   দরপত্রের লটারি অনুষ্ঠানে হামলার ঘটনায় লটারি প্রক্রিয়া ভণ্ডুল হয়ে গেছে।  এতে যুবলীগ নেতা এক  ঠিকাদারের মাথা ফেটে গেছে এবং অপর এক ঠিকাদার আহত হয়েছেন। আজ  বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনার পর   লটারি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। 

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ এম মাহবুবুর রহমান আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিৎ করেছেন।   

বেতাগী উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও)  কার্যালয় সূত্রে জানা গেছে,বেতাগী উপজেলায় ১৮টি  প্রকল্পের  অনুকূলে  আজ মঙ্গলবার বিকেলে  ছিল এসব কাজের জন্য লটারির মাধ্যমে  ঠিকাদার নিয়োগের নির্ধারিত দিন।  

প্রত্যক্ষদর্শী কয়েকজন ঠিকাদার জানান, বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গতকাল বিকেল পৌন চারটার দিকে   দিকে  এসব   কাজের অনুকূলে   লটারির  অনুষ্ঠানে  ঠিকাদারেরা  উপস্থিত হন। এসময় সেখানে উপন্থিত হন  বেতাগী পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সভাপতি  এ বি এম গোলাম কবির ও   বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবির, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।

লটারি প্রক্রিয়া শুরু হওয়ার কিছু আগে  বেতাগী পৌর মেয়রের  সমর্থক উপজেলা যুবলীগের  কয়েকজন নেতা বেশ কয়েকটি কাজ  লটারি প্রক্রিয়ার বাইরে রাখতে   উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে চাপ দেন। এ সময় বরগুনা সদর উপজেলা যুবলীগের নেতা  জাহিদুল ইসলামসহ  কয়েকজন  ঠিকাদার এর প্রতিবাদ জানালে  মেয়র  সমর্থক ঠিকাদারেরা একত্রিত হয়ে সাধারণ ঠিকাদারদের ওপর হামলা চালায়। এতে  জাহিদুল ইসলামের মাথা ফেটে যায় এবং রুপক নামে অপর আরেক ঠিকাদার আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত জাহিদুলকে সন্ধ্যায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত ঠিকাদার জাহিদুল  অীভযোগ করেন,  বেতাগী পৌর  মেয়র গোলাম কবিরের   সমর্থকেরা    আমাদের ওপর  এই হামলা চালায়। তাঁরা  আমাদের লক্ষ করে চেয়ার ছুঁড়ে মারে এতে সেখানে বেশ কয়েকজন আহত হয়।   এ ঘটনায় বেতাগী থানায় আমরা একটি লিখিত অভিযোগ দিয়েছি। 

বেতাগী  পৌর মেয়র এবিএম গোলাম কবির এসব অভিযোগ অস্বীকার করে বলেন,‌ আমরা পিআইও অফিসে লটারি স্থলে উপস্থিত হলে বরগুনা থেকে আসা কয়েকজন ঠিকাদার এনিয়ে উচ্চবাচ্য করলে আমরা সেখান থেকে বের হয়ে আসি। শুনেছি স্থানীয় যুবলীগের কয়েকটি ছেলে কিছু কাজ দাবি করায়  সেখানে উত্তেজিত কয়েকজন ঠিকাদার চেয়ার ছুঁড়ে মারলে জাহিদুলের মাথায় আঘাত লাগে।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন,‌‌দরপত্র নিয়ে দুপক্ষে একটু ঝামেলা হয়েছে। এতে একজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিিনিয়ন্ত্রণে আনে।