পরিবারের প্রতি ঘৃণা প্রকাশ করে কিশোরের আত্মহত্যা!

Spread the love

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির  রাজাপুর উপজেলায় এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাংগর গ্রামের সিকদার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে রাজাপুর থানার পুলিশ। উদ্ধারকৃত মরাদেহটি উপজেলার সাংগর গ্রামের রিপন সিকদারের ছেলে হৃদয় সিকদারের (১৩)।

হৃদয় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে এটি একটি আত্মহত্যা, শুক্রবার রাতের কোন একসময়  এই কিশোর আত্মহত্যা করতে পারে।  
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে হৃদয়ের চাচা স্বপন সিকদার বাড়ির সামনে রেইন্ট্রি গাছের সঙ্গে হৃদয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনস্থল থেকে মরাদেহ উদ্ধার করে।
এসময় হৃদয়ের লেখা একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ।  চিঠিতে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও তার পরিবারের প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছে হৃদয়। উদ্বার হওয়া চিঠির প্রথম চারটি লাইন ছিল এরকম- আমি যাচ্ছি তবে আসব অন্যরুপে অন্যভাবে। তোমাদেরকে আমি নতুন করে কি বলব, তোমাদের মত মন মানসিকতার মানুষের সন্তান যে আমি এটা ভাবতেও আমার ঘৃণা হয়।
এব্যাপারে রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।