• Home  / 
  • বরিশাল  / 

পবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ৫ ঘন্টা অবরুদ্ধ প্রশাসনিক ভবন

সেপ্টেম্বর ৫, ২০১৮
Spread the love

পবিপ্রবি(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের আন্দোলনে ৫ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকার পর মুক্ত হয়েছে প্রশাসনিক ভবন। আজ বুধবার সকাল  ৯ টায় একাডেমিক নিয়ম শিথিল করার দাবিতে ক্লাস বন্ধ রেখে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

সকাল সাড়ে নয়টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। পরে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডি কয়েক দফা আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন আশ্বাস দিলেও শিক্ষার্থীরা দাবি আদায় না  হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।  পরে ঘণ্টাব্যাপী বৈঠকের পর প্রশাসন পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিলে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, অনিবার্য কারনে আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।