• Home  / 
  • বরিশাল  / 

দখল উচ্ছেদ করতে গিয়ে বরিশাল নগরীর কাউনিয়ায় রণক্ষেত্র

ফেব্রুয়ারি ১৬, ২০১৭
Spread the love

আয়না২৪ বরিশাল প্রতিনিধি

 বরিশাল  নগরীর কাউনিয়া টেক্সটাইল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদকালে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত  ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জন পুলিশ সদস্য। বাকীরা স্থানীয় বাসিন্দা।

আহতদের  মধ্যে মাইনুল ইসলাম (২৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইনুল নগরীর বিসিক এলাকার আলাউদ্দীন সেকান্দারের ছেলে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।

প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি জানান, আজ দুপুরে  টেক্সটাইল তিনমোড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদ । অভিযান চলাকালে সেখানে বিসিসির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় প্রায় দুই হাজার লোক জড়ো হয়ে উচ্ছেদ অভিযান বাধা দেয়। এক পর্যায় তারা সড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে বৃষ্টির  মত ইটপাটকেল নিক্ষেপ করে। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। সবাই আতংকে এদিক সেদিক ছোটছুটি শুরু করেন।

 

কাউনিয়া থানার ওসি সেলিম রেজা জানান, দুই থেকে আড়াই হাজার লোক উচ্ছেদ অভিযানে বাধা দেয়। এক পর্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মারধর ও ইটপাটকেল নিক্ষেপ করে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য ১১৩ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। স্থানীয় লোকদের হামলায় ৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন এপিবিএনের সদস্য। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

নির্বাহী মেজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদ  বলেন, পুলিশের উপস্থিতিতে বুধবার দুপুরে টেক্সটাইল তিন মোড় এলাকা থেকে সড়কের দু’পাশে সিটি কর্পোরেশনের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন। আকস্মিকভাবে এলাকাবাসী তাদের উপর বৃষ্টির মত ইট নিক্ষেপ করে। এতে পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মীসহ ৯ জন কমবেশী আহত হন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।