তালতলীতে আদিবাসী বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

Spread the love

তালতলী প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার নামিশেপাড়া গ্রামের আদিবাসী রাখাইন সম্প্রদায়ের এক বৃদ্ধকে গলা কেটে কে বা কারা হত্যা করেছে। চিরকুমার নথাও (৭০) নামে ওই আদিবাসীর গলাকাটা লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করে তালতলী থানার পুলিশ।

স্থানীয় লোকজন জানায়, উপজেলার নামিশেপাড়া গ্রামের  নথাওকে সন্ত্রাসীরা গলাকেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে লাশ তাঁর  বাগান বাড়ির ঘরের  ভেতরে ফেলে রেখে যায়। ওই লাশের পচাঁ গন্ধে চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘরে গিয়ে নথাও রাখাইনের মৃতদেহ দেখে তালতলী পুলিশকে খবর দেয়।

 বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা বলেন প্রতিবেশী শাহ আলম মীরার সাথে রাখাইন নথাও দুএকর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তার (নথাও) একটি পুকুর শাহ আলম মির দখল করে রেখেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ  কমলেশ চন্দ্র হালদার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।