তালতলীতে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাই

Spread the love

আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার ছোটবগি বাজারে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগি বাজারে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সাইফুলের মোটরসাইকেল গ্রেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দুঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয় লোকজন ও আমতলী দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

\
ছোটবগি ইউপি সদস্য মজিবুর রহমান বিশ্বাস জানান মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও দকমল বাহিনীর কর্মীরা মিলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আমতলী ওয়ারহাউজ পরিদর্শক হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।