আয়না২৪ প্রতিনিধি, বরিশাল
বরিশাল নগরের চাঁদমারী খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন,মো. হুমায়ুন কবির (৫০) , শহিদুল (৪৮), আবু সুফিয়ান (২৪) ও নাজমুল হক (৫০)। এদের মধ্যে আবু সুফিযান ছাড়া বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের বার্ণ ইউনিটের রেজিস্ট্রার ডা. শাহিন জানান, দগ্ধদের মধ্যে হুমায়ন ও শহিদের অবস্থা আশঙ্কাজন। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। বাকী দুজনের শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারনে বাকি দুজনও শঙ্কামুক্ত নন।
ট্যাংকারের পাচক সানাউল্লা জানান, গত ১৫ ফেব্রুয়ারি এম টি অ্যাংকর এজ নামের ওই ট্যাংকারটি নয় লাখ লিটারের বেশী পেট্ট্রল ও অকটেন নিয়ে বরিশালের যমুনা অয়েল কোম্পানির ডিপোর উদ্দেশে ছেড়ে আসে। আজ ট্যাংকারটি বরিশালের পৌছার পর বিকেল থেকে নদীর ওপাড়ে নোঙ্গর করা ছিলো। রাতে পৌনে ৮টার দিকে যমুনা ডিপোর কাছে আসার জন্য ইঞ্জিন চালু করতে গিয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। ট্যাংকারটিতে ৭ জন স্টাফ ছিলো। মেশিনের কাছাকাছি থাকা ৪ জনই দগ্ধ হন।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ পরিচালক ফারুক হোসেন জানান, দগ্ধ চারজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী জাহাজের মাধ্যমে তেলবাহী ট্যাংকারটি টেনে তীরে আনা হয়েছে।