বরিশাল নগরীর সিঅ্যান্ডবি সড়কে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত দক্ষিণাঞ্চলের প্রথম বেসকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ’ (ইউজিভি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন সাপেক্ষে গত ২৩ এপ্রিল থেকে সামার সেমিস্টারে আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু করেছে। এখানে শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিএসই, ইইই, সিভিল, বিএ অনার্স ইন ইংলিশ, বিবিএ, এমবিএ এবং ইএমবিএ কোর্সে তাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য যে, ২০১৬ সালের গত ৭ জুন বিশ্ববিদ্যালয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন লাভ করে এবং চলতি বছরের ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক শিক্ষা কার্যক্রম আরম্ভ করার অনুমোদন লাভ করে।-বিজ্ঞপ্তি