• Home  / 
  • বরিশাল  / 

ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে মানহানি মামলাঃ মন্ত্রীপরিষদের তদন্ত কমিটি বরিশালে

আগস্ট ৬, ২০১৭
Spread the love

বরিশাল প্রতিনিধি

বরগুনা সদর ও বশিালের আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও বর্তমানে মন্ত্রীপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তারিক সালমনের বিরুদ্ধে করা মানহানি মামলার ঘটনায়  মন্ত্রীপরিষদ বিভাগের করা পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা বরিশালে এসেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরীর নেতৃত্বে এই কমিটি  আজ রোববার সকালে বরিশালে আসেন।  

কমিটির সদস্যরা   বরিশাল পৌঁছে সার্কিট হাউসে তারিক সালমনের বিরুদ্ধে করা  মামলার বাদী   জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ,সাজু  তারিক সালমনের আইনজীবী মো. মোখলেসুর রহমান খান ও ঘটনার দিন মহামনগর মূখ্য হাকিম আদালতে  কর্তব্যরত ৬ পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন।  

দুপুরে তদন্ত  দলের প্রধান অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা মামলার বাদী, আদালতে দায়িত্ব পালনকরা পুলিশের ৬ সদস্য ও ইউএনও তারিক সালমানের আইনজীবীর  সঙ্গে কথা বলেছি।  সংশ্লিষ্টদের সঙ্গে আরো কথা বলবো।  এবিষয়ে ২২ জুলাই তদন্ত কমিটি গঠন করা হলেও  আমরা চিঠি পেয়েছি ২৪ জুলাই । ১৫ কার্যদিবসের মধ্যে আমাদের প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। 

মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটির  অন্য সদস্যরা হলেন  জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো নূরুল ইসলাম, আইন ও বিচার  মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে কুলসুম এবং মন্ত্রীপরিষদ বিভাগের উপ সচিব মো.শাফায়াত মাহবুব চৌধুরী।

নিমন্ত্রণপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বিকৃত’ ছবি  ছাপানোর অভিযোগে  তারিক সালমনের বিরুদ্ধে গত ৭ জুন বরিশাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন আওয়ামী লীগের নেতা (বহিষ্কৃত) ওবায়েদ উল্লাহ। তারিক সালমন তখন বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  মানহানির মামলায় বিচারক গত ২৭ জুলাইয়ের মধ্যে তারিক সালমনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। গত ১৯ জুলাই আদালতে  হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে  আদালত প্রথমে তা নামঞ্জুর করেন এবং পরে দুই ঘন্টা পর তাকে জামিন দেন।