আমতলীর প্রবীন সাংবাদিক ভজহরি কুন্ডুর মৃত্যু

জুলাই ৬, ২০১৭
Spread the love

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রবীন সাংবাদিক, আমতলী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি ভজহরি কুন্ডু আর নেই। গত সোমবার রাত আটটার দিকে আমতলী নিজ বাসায় অসুস্থ্য হয়ে পড়লে ওই রাতে তাকে বরিশাল শের-্ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বুধবার ঢাকা নেওয়ার পথে মাওয়া ফেরিতে রাত সাড়ে আট টায় তার মৃত্যু হয়।

তাঁর স্থানীয় মৃত্যুতে সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে । বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আমতলী রিপোর্টার্স ইউনিটিতে তার মরদেহ আনা হয়। এ সময় তার মরদেহে ইউনিটির সদস্যরা পুস্পমাল্য অর্পণ করেন এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। পরে আমতলী প্রেসক্লাবের সামনে মরদেহ নেওয়া হয়। সকাল ১০ টায় তার জন্মভুমি কলাপাড়ায় নেওয়া হয় তাঁর মরদেহ। তার মৃত্যুতে আমতলী রিপোর্টার্স ইউনিটি তিন দিনের কর্মসূচী গ্রহণ করেছে। 

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি জিএম দেলওয়ার হোসেন, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, পৌর মেয়র মতিয়ার রহমান, আমতলী প্রেস ক্লাবের সভাপতি মো. শাহাবুদ্দিন পান্না প্রমুখ।

উল্লেখ ভজহরি কুন্ডু দীর্ঘ ৩০ বছর ধরে এ পেশার জড়িত। তিনি দৈনিক আজাদ, লাল সবুজ, দৈনিক সংবাদ ও দৈনিক সকালের খবর পত্রিকায় আমতলী ও কলাপাড়া প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া কেন্দ্রীয় শ্মশানে সম্পন্ন হয়।