আমতলীতে সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ

Spread the love

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের রিপন মোল্লার মেয়ে ও পাতাকাটা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী সীমা আক্তারের (১৩) হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে স্বপন হাওলাদারের (২৫) সঙ্গে বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, উপজেলার পূর্বপাতাকাটা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সীমাকে পার্শ্ববর্তী ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের স্বপন হাওলাদারের সঙ্গে মঙ্গলবার দুপুরে বরের বাড়ির মসজিদে (মীরা বাড়ি মসজিদ) বিয়ের আয়োজন করা হয়। এ বিয়ের কাজ সম্পন্ন করেন খালেক শরীফ ও মসজিদের ইমাম শহীদুল ইসলাম।
ওই এলাকার ইউপি সদস্য কামরুজ্জামান চুন্নু বলেন, বর স্বপন আমার প্রতিবেশী। বিয়ের সময় আমি বাড়ি ছিলাম না। এ ঘটনা আমতলী থানায় জানানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) নরুল ইসলাম, জানান বিয়ের খবর পরে পেয়েছি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, এই মুহূর্তে জানলাম। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।