আয়না২৪ প্রতিনিধি, আমতলী
বরগুনার আমতলী উপজেলায় গোপন বৈঠক করার অভিযোগে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আমতলী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মাদানী নগর হাফিজিয়া ও কওমিয়া মাদ্র্রাসায় আজ শুক্রবার বিকেলে গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ বলছে, আটক ব্যক্তিদের মধ্যে মো, ফকরুদ্দিন নামে এক ব্যক্তি রয়েছেন যিনি জামায়াতের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী।
আটক অপর চারজন হলেন, নূরুল আমিন, মো. আবদুর রহমান, কামাল গাজী ও হারুন অর রশিদ। এঁরাও জামায়াতের নেতা ও কর্মী বলে পুলিশের দাবি। তবে তাঁদের পদ-পদবি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় কয়েক ব্যক্তি জানান, আজ বিকেলে সাড়ে ৫ টার দিকে আমতলী শহরের মাদানী নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন তাঁর কক্ষে ১০-১২ জন জামায়াতের নেতা ও কর্মী নিয়ে গোপন বৈঠক করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে আমতলী থানার পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালায় এবং পাঁচ ব্যক্তিকে আটক করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদ উল্লাহ জানান, নাশকতার জন্য তাঁরা গোপন বৈঠক করছিল। তাঁদের কাছ থেকে বেশকিছু উগ্র মতবাদের বইপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।