• Home  / 
  • বরিশাল  / 

আমতলীতে ইদি আমিন হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

জানুয়ারি ২২, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি, আমতলী
বরগুনার আমতলী উপজেলায় চাঞ্চল্যকর ইদি আমিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গুলিশাখালী ইউনিনের লোকজন মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তৃতা দেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেনের উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ কাদের মিয়া, সহ সভাপতি নুরুল ইসলাম মৃধা, সাবেক মেয়র নাজমুল আহসান গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গাজী সামসুল হক, উপজেলা যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসান, নিহতের ভাই মাঈনুদ্দিন মোহন প্রমুখ। বক্তারা ইদি আমিনের খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান।
গত ৬ জানুয়ারি রাতে ইদি আমিনকে তার মাছের ঘেরের ঘর থেকে তুলে নিয়ে স্বাসরোধ করে হত্যা করে পার্শবর্তী বাজারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতালার রেলিংয়ের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে লাশ ঝুঁলিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বরগুনার মর্গে পাঠায়।
এ ঘটনায় ইদি আমিনের বড় ভাই ইয়ামিন মৃধা ওইদিন রাতেই বাদী হয়ে ১২ জনকে আসামি করে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ জানান, ময়না তদন্তের প্রতিবেদনে ইদি আমিনকে শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।