স্বামীর খোঁজে ১০০ কিলোমিটার পথ পাড়ি

এপ্রিল ৯, ২০১৮
Spread the love

আয়না২৪ 

চীনের আইনজীবী লি ওয়েনজু নিখোঁজ স্বামীর খোঁজে ১০০ কিলোমিটারের বেশি পথ হাঁটছেন। লি ওয়েনজু`র স্বামী ওয়াং কুয়ানঝ্যাং ছিলেন একজন আইনজীবী। বিবিসিকে তিনি বলেছেন, তার স্বামীকে রাষ্ট্রীয় বাহিনী আটক করেছে তিন বছরের বেশি সময় আগে। এরপর থেকে তিনি আর তার কোনো খোঁজই পাচ্ছেন না। এমনকি তার স্বামী জীবিত আছে কি-না তাও নিশ্চিত নন তিনি।

শিশু কোলে বেইজিং থেকে তিয়ানজিন পর্যন্ত  ১০০ কিলোমিটার পথ হাঁটছেন লি ওয়েনজু। তাঁর ধারণা। সেখানেই স্বামী ওয়াং কুয়ানঝাংকে আটকে রাখা হয়েছে।

বিবিসি অনলাইনকে লি ওয়েনজু বলেন, প্রায় তিন বছর আগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়। এখনো ওয়েনজু জানেন না—স্বামী বেঁচে আছে কি নেই।

ওয়াং ২০১৫ সালে দেশব্যাপী পরিচালিত এক অভিযানের সময় আরও অন্তত দুশো অধিকার কর্মীর সঙ্গে আটক হন। ওই অভিযানটি পরিচিত হয়ে উঠেছিলো `৭০৯` অভিযান হিসেবে। কারণ জুলাইয়ের নয় তারিখে সেটি শুরু হয়েছিলো। আর অভিযানে যারা আটক হয়েছিলো তাদের অনেককেই বড় অপরাধী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিলো চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

মানবাধিকারকর্মীরা বলছেন, ২০১৫ সালের ৯ জুলাই প্রেসিডেন্ট সি চিন পিং-বিরোধী বিক্ষোভের সময় রাজনৈতিক উদ্দেশ্যে বেশ কয়েকজন আইনজীবী ও মানবাধিকারকর্মীকে আটক করা হয়।

আর আটক ব্যক্তিদের মধ্যে একজন লির স্বামী ওয়াং।

সরকারি পত্রিকা পিপলস ডেইলির খবরে বলা হয়, কয়েকজন বন্দী বড় ধরনের অপরাধী চক্রের সঙ্গে জড়িত। তারা সামাজিক নিয়ম ভেঙেছে।

রয়টার্সকে ওয়েনজু বলেন, ‘তারা আমাদের সব অধিকারের অপব্যবহার করেছে। নির্দোষ মানুষকে আটক করেছে। তাদের এক হাজারেরও বেশি দিন ধরে বন্দী করে রেখেছে। আমি মনে করি, এটা নিষ্ঠুরতা। এগুলো খুবই নিষ্ঠুর আচরণ।’

ওয়েনজু এখন জানতে চান, আসলে তার স্বামীর ভাগ্যে কী ঘটেছে। আর সে কারণে তার স্বামী ওয়াং কুয়ানঝ্যাং যেখান থেকে আটক হয়েছিলো সেই তিয়ানজিন শহর অভিমুখে বেইজিং থেকে পদযাত্রা শুরু করেছেন তিনি। স্বামীর খবর পেতে এ যাত্রায় তার হাঁটার কথা রয়েছে অন্তত একশ কিলোমিটার বা ৬২ মাইল।