আয়না২৪ নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাজীপাড়ায় শুক্রবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়াস সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ৩ জন দগ্ধ হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক।
শনিবার সকালে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের মিজানুর রহমান জানান, কারখানার একটি কক্ষ থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় এবং অন্য একটি কক্ষ থেকে দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।
কারখানাটি একটি ছয়তলা ভবনের নিচতলায়। কারখানার প্রোডাকশন ম্যানেজার নুরুজ্জামান জানান, ঘটনার সময় পাঁচ শ্রমিক কাজ করছিলেন। তাঁদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে।
দগ্ধরা হলেন- মহিউদ্দিন, আল-আমিন ও মাসুম। চিকিৎসকরা জানান, মাইনুদ্দিন ও মাসুমের ৮০ শতাংশ এবং আলামিনের ৭০ শতাংশ পুড়ে গেছে।
কক্ষের ভেতরে ঘুমন্ত অবস্থায় ওই তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।