আয়না২৪ ডেস্ক
গুগল তৈরি করেছে স্তন ক্যান্সার শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল।
প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, মানুষের চেয়েও নির্ভুলভাবে অ্যাডভান্সড স্টেজের স্তন ক্যান্সার শনাক্ত করতে সক্ষম এ প্রযুক্তি ৯৯ শতাংশ ক্ষেত্রেই সফল হয়েছে। এ জন্য বিভিন্ন ধরনের স্তন ক্যান্সারের লক্ষণ ও ছবির সমন্বয়ে বিশেষ ধরনের অ্যালগরিদমও তৈরি করা হয়েছে। ফলে কোনো রোগীর নমুনা পরীক্ষা করে দ্রুত স্তন ক্যান্সার শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, রোগীর শরীরে ক্যান্সারের পর্যায় সম্পর্কেও সঠিক ধারণা দিতে পারে।