আয়না২৪ সংবাদদাতা
টঙ্গীর নতুন বাজার এলাকায় রোববার দুপুরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৫ জন আহত ও তিনজন নিহত হয়েছে। পরবর্তীতে নিহত ব্যক্তিদের সংখ্যা বেড়ে হয়েছে চারজন এবং আহত এর সংখ্যা দ্বিগুণ হয়ে কমপক্ষে ৩০ জন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। হতাহত কারও পরিচয় জানা যায়নি।
ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রকিবুল হক।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। দুর্ঘটনার পর লাইন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি দুই নম্বর লাইন দিয়ে যাচ্ছিলো। এসময় ট্রেনটি লাইন ক্রস করে এক নম্বর লাইনে প্রবেশ শেষ না হতেই ক্রসিংটি বন্ধ হয়ে যায়। এতে ট্রেনটির ৪টি বগি লাইন থেকে সরে যায়। এসময় বিপরীত দিক থেকে আরেকটি ডেমু ট্রেন একই লাইনে আসছিল। পরে আতঙ্কিত যাত্রীরা ট্রেনের ভেতর ও ছাদ থেকে লাফিয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।