২১ ফেব্রুয়ারি বিশ্বময় বাংলার গৌরবের দিন

ফেব্রুয়ারি ২০, ২০১৮
Spread the love

বিশেষ প্রতিনিধি

 ২১ ফেব্রয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ বিশ্বময় বাংলা ভাষা ও বাঙালীর গৌরবের-গর্বের দিন। বাহান্ন সালের এমন বসন্ত দিনে মায়ের ভাষাকে ভালবেসে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন টগবগে তরুণ সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারের মত সূর্য সৈনিকেরা। তাঁদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। মাতৃভাষার জন্য  এমন আত্মত্যাগ শুধু বাংলাদেশ নয়  পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব নজির। 

আর কয়েকঘন্টা বাদেই শুরু হবে একুশ।  ১২ টা ১ মিনিটে সারাদেশের মানুষ মিলে যাবে অভিন্ন গন্তব্যে-শহীদ মিনারে।  হাতে হাতে  বাসুন্তি ফুল।  অগণন মানুষের শ্রদ্ধা-ভালবাসা আর ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতির মিনার।  সবার কণ্ঠে  চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…।’

মাতৃভাষার জন্য বাঙালির আত্মদানের এমন অনন্য ঘটনা আজ বিশ্বময়  স্বীকৃত।  এই বলিদানের ইতিহাস আজ  বিশ্ব অহংকার। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আর তখন থেকেই  সারা বিশ্বে দিনটি পালিত হচ্ছে।