১৯ ফেব্রুয়ারি দেশে ২১ তম রাষ্ট্রপতি নির্বাচন

জানুয়ারি ২৩, ২০১৮
Spread the love

নিজস্ব  প্রতিবেদক

আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ২১ তম  রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে । জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশনেরই সাংসদদের  ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ায়  নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি পদে  এ্ই নির্বাচনের প্রস্তুতি শুরু করে।

সোমবার  রাতে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘নির্বাচন কমিশনের মাধ্যমে আমি জানতে পেরেছি, ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে যাচ্ছে তাঁরা।’

 রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের  মেয়াদকাল শেষ হবে আগামী ২৩ এপ্রিল। আবদুল হামিদ  ২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।  

সংবিধানের বাধ্যবাধকতা  অনুযায়ী,   রাষ্ট্রপতির নির্তারিত পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার  পূর্ববর্তী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে। সেই বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি   নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হবে।

সিইসি সূত্র জানায়, ‘আগামী বৃহস্পতিবার  নির্বাচন কমিশনের বৈঠক ডাকা হয়েছে। সেখানে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে করণীয়  আলোচনা হবে।’

 বাংলাদেশের সংবিধান অনুযায়ী,  কোনও ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন। বর্তমান রাষ্মোট্রপতি মো.  আবদুল হামিদ এবার তাঁর প্রথম মেয়াদে দায়িত্ব পালন করছেন।