সাড়ে তিন কোটি টাকা মূল্যের গাড়ি জব্দ

মার্চ ১০, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ কোম্পানির একটি গাড়ি জব্দ করেছে র‌্যাব। শুক্রবার সকালে একটি বাড়ির গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়।
 র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, জনৈক ব্যবসায়ী আবুল হোসেন তার ব্যবসায়িক টাকা লেনদেনের সূত্র ধরে আবুল কালাম আজাদের কাছে গাড়িটি দিয়ে দেয়। দেড় মাস ধরে গাড়িটি গ্যারেজেই পড়ে ছিল।
আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান চট্টগ্রামের ব্যবসায়ী জিয়াউল তাকে গাড়িটি দিয়েছিল। পরে উনি গাড়ি আবুল কালাম আজাদের কাছে রাখতে দেন। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও নম্বর প্লেট সবই ভুয়া।
বিআরটিএ জানিয়েছে ওই নম্বরে অন্য একটি টোয়েটো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন করা আছে। গাড়িটির কোনো বৈধ কাগজ-পত্র আবুল কালাম আজাদ দেখাতে পারেননি। বিষয়টি তদন্তের জন্য আমরা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে চিঠি পাঠাবো।